Home / TRENDING / প্লাবিত বাংলা, যন্ত্রণার জলচিত্র   

প্লাবিত বাংলা, যন্ত্রণার জলচিত্র   

ওয়েব ডেস্ক :

দু’দিনের বৃষ্টির পর রোদের দেখা মিলেছিল। তাই দেখে মানুষের মুখে হাসি ফুটলেও বেলা বাড়তেই আবার আকাশের মুখ ভার। অন্যদিকে দিন কয়েকের টানা বৃষ্টিতে বানভাসি দেশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং গুজরাতের ওপর নিম্নচাপের অক্ষরেখা এখনই সরছে না, জানাল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজ্য প্লাবিত হচ্ছে অন্যদিকে গুজরাত ও রাজস্থান সংলগ্ন বেশ কিছু জেলায় বন্যা মোকাবিলা রুখতে সেনা ডাকাও হয়েছে। শুধু তাই নয়, চারটি হেলিকপ্টারও নামানো হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজে। এদিকে রাজ্যে ডিভির জল ছাড়া নিয়ে চাপানউতোর লেগেই আছে বাংলা এবং ঝাড়খণ্ডে।

এমনিতেই রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন তার ওপর ঘাটাল, পিংলা, হুগলি, পাণ্ডুয়া, বীরভূমের মতো একাধিক জায়গায় জলমগ্ন। অজয় দামোদরের জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।

এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানায় হাওয়া অফিস। যার জেরে বন্যা পরিস্থিতি দেখা দেবে রাজ্য এবং বাইরের রাজ্যেও। তবে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতে পারে।

আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ (+২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.১ (-০)। আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৮% এবং সর্বোনিম্ন ৯০%।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *