মধুকল্পিতা :
ডোকালাম ইস্যুতে চিন-ভারত সংঘাত ক্রমেই বেড়ে চলেছে। সংঘাতের আশঙ্কায় সীমান্তে আরও সেনা মোতায়েন করে ভারত। এর পরেই ইন্দো-চিন সম্পর্কের তিক্ততা আরও বাড়ে। অপরদিকে, এদিন ফ্ল্যাগ মিটিংয়ে ভারত সাফ জানিয়ে দেয়, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হলে দুই দেশেকে একইসঙ্গে সেনা প্রত্যাহার করতে হবে। ভারত কোনওভাবেই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সীমান্ত থেকে ভারতকে সেনা প্রত্যাহার করার জন্য চিনের চাপ ক্রমশই বাড়তে থাকছে। তবে, চাপের মুখে ভারত যে তার অবস্থান থেকে এক চুলও নড়বে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে। এদিনের ফ্ল্যাগ মিটিংয়ে উপস্থিত ছিলেন দু’ দেশের শীর্ষ সামরিক কর্তারা। বৈঠকে অংশ নিয়েছিলেন মেজর জেনারেল পদমর্যদার অফিসাররা। চিন সীমান্ত লাগোয়া সিকিম ও অরুণাচল প্রদেশে সেনা মোতায়েন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। সূত্রের খবর, এর পরেই ভারত-চিনের এই সীমান্ত বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। যদিও এই বৈঠকে কোনও সমাধান সূত্র না মেলায় হতাশ দুই দেশের সামরিকর কর্তারা। উল্লেখ্য গত ৮ তারিখ ব্রিগেডিয়ার পদমর্যদার সামরিক অফিসারদের বৈঠকে কোনও মীমাংসা না বের হওয়ায় উচ্চতর বৈঠকের আশ্বাস দেওয়া হয়। কেন্দ্রীয় সূত্রের খবর, ৮ তারিখের বৈঠকেও ভারতের ওপর সেনা প্রত্যাহারের চাপ সৃষ্টি করেছিল চিন। যদিও ভারত তার দাবিতেই অনড় থাকে।