Breaking News
Home / TRENDING / অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী ?

অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

রাজ্যে বকেয়া ডিএ’র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারী কর্মীরা। সরকারের তরফে, একবার তাদের সঙ্গে বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি, বৈঠকের ফল নির্যাস শুন্য। এবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন। আগামিকাল অর্থাৎ বুধবার বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

বকেয়া ডিএ দিচ্ছে না রাজ্য, এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলনে রাজ্য সরকারী কর্মীরা। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। রাজ্য সরকারের অবস্থান প্রথম থেকেই ছিল কড়া, তাদের তরফে বারবার দাবি করা হয়েছে, ডিএ সরকারের ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। একাধিকবার সরাসরি ডিএ আন্দোলনকারীদের আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের জন্যও ডিএ আন্দোলনকারীদের নিশানা করেছেন তিনি। রফাসূত্র বের করতে নবান্নে বৈঠকও হয়েছে। যদিও সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না। কিন্তু মেলেনি সমাধান। রাজ্য ও আন্দোলনকারী, দুজনই তাদের অবস্থানে ছিলেন অনড়।

অবশেষে এতদিন পর এবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বুধবার দুপুর ৩ টেয় নবান্নে বৈঠকে যাওয়ার কথা। যদিও মঙ্গলবার বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, “কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে বসব” এই বৈঠক ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদের একাংশ।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *