Breaking News
Home / TRENDING / মিঠাইয়ের দিদিয়া-র প্রেমে পড়েছে উচ্ছে বাবু ?

মিঠাইয়ের দিদিয়া-র প্রেমে পড়েছে উচ্ছে বাবু ?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

আড়াই বছর আগে শুরু হয়েছিল যাত্রা। শেষ হতে চলেছে ‘মিঠাই’-এর যাত্রা। ৩১ মে হবে শেষ দিনের শুটিং। তা জানার পর থেকে দর্শকমহলে দুঃখের শেষ নেই। সিরিয়াল শেষ হওয়ার আগে মন ভাল নেই কারও। শুধু মিঠাই বা সিদ্ধার্থ নয়, শ্রীনন্দা, শ্রীতমা থেকে তিস্তা— প্রতিটা চরিত্র পেয়েছে সমান জনপ্রিয়তা। ফলে প্রত্যেককেই যে দর্শকের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে, তা বলাই বাহুল্য।

‘মিঠাই’ সিরিয়ালের বিখ্যাত বাড়ি ‘মনোহরা’। সেই সেট ভাঙার ছবি প্রকাশ্যে আসতে মনখারাপ হয়েছিল তাঁদের ভক্তদের। এই কয়েক বছরে সিদ্ধার্থ ওরফে আদৃতকে নিয়েও চর্চা কম হয়নি। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। পর্দায় তাঁর দিদিয়া ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। সে সব নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলতে চাননি তাঁরা। তবে সিরিয়ালের প্রতিটি সদস্যের গলায় এখন মনখারাপের সুর।

সম্প্রতি ‘ এক সাক্ষাৎকারে কৌশাম্বী ‘মিঠাই’-এর গল্পে মেতে উঠেন। আড়াই বছর যে চরিত্রের মাধ্যমে বেঁচেছেন তিনি, তাকে বিদায় জানাতে মোটেই ভাল লাগছে না তাঁর। কৌশাম্বী বলেন, “মনখারাপ তো হবেই। এটা এমন একটা সিরিয়াল যেখানে শুধু নায়ক-নায়িকা নয়, আমাদের প্রত্যেককে সমান ভালবাসা দিয়েছেন দর্শক। সবার সঙ্গে আর দেখা হবে না ভেবেই মনখারাপ হচ্ছে।” কৌশাম্বী এবং আদৃতকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। কাজ করতে গিয়েই নাকি তাঁরা একে অপরকে মন দিয়ে বসেছেন! তবে ‘গসিপ’-এ কান দিতে নারাজ অভিনেত্রী। এরই মধ্যে রটেছিল আদৃতের জন্যই নাকি তিনি কাজের সুযোগও পাচ্ছেন।


আদৃতের জন্মদিন উপলক্ষে একই ফ্রেমেও ধরা দিয়েছেন তারা। এ প্রসঙ্গে কৌশাম্বীর বক্তব্য, “বেশ অনেকগুলো সিরিয়াল করে ফেললাম। তার মধ্যে নায়িকা হিসেবেও কাজ করেছি। এ কথাগুলো শুনলে খারাপ তো লাগেই। কারও সাহায্যে নিজের কেরিয়ার তৈরি করিনি।” সত্যিই কি তাঁরা সম্পর্কে আছেন? আদৃতের সঙ্গে সম্পর্কের সমীকরণের প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “কিছু জিনিস ব্যক্তিগত থাক। সবটা না বলাই উচিত বলে মনে হয়। আমি আর আদৃত ভাল বন্ধু। আমরা ভাল আছি।” ‘মিঠাই’ সিরিয়াল শেষের পর ‘ফুলকি’ সিরিয়ালে নতুন ভাবে কৌশাম্বীকে দেখবেন দর্শক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *