Breaking News
Home / TRENDING / ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর। জেনে নিন কোন দপ্তরে শূন্যপদ কত ?

১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর। জেনে নিন কোন দপ্তরে শূন্যপদ কত ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ নব্বান থেকে শিক্ষক থেকে চিকিৎসক একাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার নিয়োগের ওপর বিশেষ জোর দিচ্ছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে পুলিশ, চিকিৎসক, নার্স সহ মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন তিনি।

তিনি এদিন জানান, বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করব। ২০১১ সালের পর অনেক প্রজেক্ট হয়েছে। কৃষকদের আয় বেড়েছে। দেউচা-পচামি, অশোকনগরে তেল প্রকল্পের, বানতলায় লেদার পার্ক, নিউ টাউনে সিলিকন ভ্যালির মতো প্রকল্প তৈরি হয়েছে।

রাজ্যের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে ১২ হাজার, গ্রুপ সি-তে ৩ হাজার, প্রাথমিক ১১ হাজার, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে। পুলিশে ২০ হাজার, আবগারি দপ্তরে ৩ হাজার কনস্টেবল, স্বাস্থ্যদপ্তরে ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্সের পদ শূন্য রয়েছে। তা দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কমিউনিটি স্বাস্থ্যকর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি নিয়োগ করবে সরকারি।

মুখ্যমন্ত্রী এদিন জানান, নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক জোর দিচ্ছে রাজ্য সরকার। এছাড়া উৎকর্ষ বাংলার আওতায় কারিগরি শিক্ষা দিতেও উদ্যোগী হয়েছে রাজ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *