দেবক বন্দ্যোপাধ্যায় :
বিদ্রোহী মুকুল রায় এখন সব্যসাচী।
প্রশ্ন হল কেন?
উত্তরটা সহজ।
যাঁর দুই হাত সমান চলে তাঁকেই তো সব্যসাচী বলে।
আবার প্রশ্ন।
মুকুলের সঙ্গে সব্যসাচীর মিল ঠিক কোথায়!
এই প্রশ্নের উত্তরেই নিহিত আছে মুকুলের ভবিষ্যৎ পরিকল্পনা।
রাজ্য বিজেপি এবং জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, এই দুটির দায়িত্বই এখন মুকুলের জিম্মায়। আগামী তিনটি উপনির্বাচনে দুটি দলেরই প্রার্থী নির্বাচন থেকে শুরু করে, নির্বাচনের যাবতীয় দায়িত্ব সামলাবেন মুকুল। তবে বিজেপির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই যৌথ সিদ্ধান্ত নেবেন তাঁরা। উলুবেড়িয়া আর সবংয়ে লড়বে বিজেপি। সেখানে প্রার্থী দেবে না জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। নোয়াপুকুরে প্রার্থী দেবে জাতীয়তাবাদী তৃণমূল, প্রার্থী দেবে না বিজেপি।
মুকুল রায় ঘনিষ্ঠমহলে আগেই বলেছিলেন এই মাসের ২৭ তারিখ সব রহস্যের অবসান! অর্থাৎ তাঁকে নিয়ে, বলা ভাল তাঁর রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে তৈরি হওয়া সব ধোঁয়াশার ইতি টানবেন তিনি নিজেই। তিনি বিজেপিতে যাবেন না নতুন দলে? সাম্প্রতিক এই লাখ টাকার প্রশ্নটির সঠিক উত্তর সেদিনই পাওয়া যাবে বলে জানিয়ে ছিলেন তিনি। কালী পুজোর রাতে তাঁর কাঁচড়াপাড়ার বাড়িতে শ্যামা প্রতিমার সামনে জন্ম নেওয়া এই খবরে ভ্রাতৃদ্বিতীয়ার দিন আরও নতুন কিছু সংযোজিত হয়েছে।
সাম্প্রতিকতম খবর হল আগামী ২৮ তারিখে নিজের দল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে তাঁর ‘কৌশলগত’ ছুটি কাটানো শেষ করবেন মুকুল রায়। অর্থাৎ তিনি তাঁর নিজের দল নিয়েই মমতার বিরুদ্ধে লড়াইতে নামবেন। জোট সঙ্গী অবশ্যই বিজেপি। অসময়ে বর্ষনের মত আবার যদি মুকুল-হাওয়া আকস্মিক না বদলায় তাহলে এক হাতে নিজের দল আর অন্য হাতে বিজেপিকে নিয়ে তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে নামছেন মুকুল। আগামী উপ-নির্বাচনেই শুরু হয়ে যাচ্ছে মুকুল-মমতা ডুয়েল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan