নীল বণিক :
লাভ জিহাদের বিরুদ্ধে এবার প্রচারে নামছে এ রাজ্যের সংঘ নেতারা। আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত এই নির্দেশ দিয়েছেন রাজ্য আরএসএস নেতাদের বলে সূত্রের খবর। নির্দেশ পাওয়ার পরেই সংঘ নেতারা ময়দানে নেমে পড়েছেন। মূলত ভিন্ন ধর্মের ছেলে-মেয়েদের মধ্যে বিয়ে আটকাতেই এই প্রচেষ্টা বলে দাবি।
কি এই লাভ জিহাদ? বছর দুয়েক আগে লাভ জিহাদ প্রচারে আসে। যা জানা যায় তা হল হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে, মুসলিম ছেলেরা তাদের বিয়ে করে। এই বিয়ের পর হিন্দু মেয়েটিকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যায় আরও বাড়ে বলে মনে করছে সংঘ। শুধু এ রাজ্যে নয় সারা দেশে লাভ জিহাদের একাধিক ঘটনা ঘটেছে বলে দাবি। দিন দিন এই ধরণের ঘটনা বাড়ছে বলেও দাবি।
প্রাথমিক ভাবে সংঘের নেতারা দুটি জেলাকে বেছে নিয়েছেন। তার মধ্যে রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ। এই দুই জেলায় কেশব ভবনের কর্তারা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। এই দুই জেলায় লাভ জিহাদের ঘটনা বেশি ঘটছে বলে মনে করা হচ্ছে।
প্রথমে এই দুই জেলায় ছোট ছোট দলে লাভ জিহাদ কি? এবং সংঘ কি করতে চাইছে তা নিয়েই বই বিলি শুরু হয়েছে। ভিন্ন ধর্মে বিয়ে আটকাতেই এই প্রচার বলে জানালেন সংঘের প্রচারক জিষ্ণু প্রসাদ সেন। এই দুই জেলায় প্রচার শেষ হলে গোটা রাজ্য জুড়ে লাভ জেহাদের বিরুদ্ধে প্রচার চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
এই লাভ জিহাদের বিরুদ্ধে সংঘ নেতৃত্ব মহিলা বাহিনীকেও রাস্তায় নামাচ্ছে। তারাই মূলত হিন্দু ধর্মের মেয়েদের মধ্যে প্রচার চালাবে। এ রাজ্যে মোট দশ হাজার দুর্গা বাহিনীর সদস্য আছে। তারাও এবার কোমর বেঁধে প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি সংঘের দফতরে খোলা হচ্ছে একটি হেল্প লাইনও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন