ওয়েব ডেস্ক :
২১ তারিখের আগে তৃণমূলের কোনও নেতাই সিবিআই-এর দফতরে দেখা করতে যাচ্ছেন না। শোভন, সুব্রত, কাকলি সকলেই ২১ জুলাইয়ের দলীয় সমাবেশের কারণ দেখিয়ে এড়িয়ে গেছেন হাজিরা।
সুব্রত মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার সিবিআইয়ের তরফ থেকে চিঠি দিয়ে তাঁকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়। তবে সুকৌশলে এই নির্দেশ এড়িয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন সকালে তাঁর আইনজীবীকে সিজিও কমপ্লেক্সে পাঠান তিনি। আইনজীবী সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে জানিয়ে দেন সুব্রতবাবু এখন দলীয় কাজে বাইরে রয়েছেন। ২১ জুলাইয়ের পর যে কোনও দিন হাজিরা দেবেন তিনি।
অন্যদিকে নারদা কাণ্ডে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারকেও তলব করল সিবিআই। তাঁকেও পাঠানো হয়েছে নোটিশ। তিনিও জানিয়েছেন ২১ জুলাইয়ের পর সিজিওতে যাবেন তিনি।
নারদা কাণ্ডে বিজেপির দেখানো ভিডিওতে টাকার গোছা নিতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই ভিডিও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তা নিয়েই তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই তদন্তের জল অনেক দূরই গড়িয়েছে।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন