নিজস্ব সংবাদদাতা
পরিবহণ সংযোগের দ্বারাই পরিবর্তন আনা হবে উত্তর পূর্ব ভারতে। নাগাল্যান্ডের টুয়েনসাং-এ নির্বাচনী প্রচারে গিয়ে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় ‘এক ভারত শ্রেষ্ঠ ভারতের’ কথা বলে মোদি বলেন এনডিএ সরকির উত্তরপূর্ব ভারতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। গত চার বছরে দেশে ৫০০ কিমিরও বেশি হাইওয়ে তৈরি করেছে সরকার। নাগাল্যান্ডের সড়ক পরিবহণের উন্নয়নে ১০ হাজার কেটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করেছে এনডিএ সরকার। ইতিমধ্যেই কোহিমাকে স্মার্ট সিটি গড়ে তুলতে ১,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত নাগাল্যান্ডের জন্য ৪০০ কোটি টাকা ফরাদ্দ করা হয়েছে। নাগাল্যান্ডের প্রশাসনিক অস্থিরতার প্রসঙ্গ তুলে মোদি ফলেন বিজেপি ক্ষমতায় এলে নাগাল্যান্ডে স্থায়ী সরকার গঠন হবে। যার ফলে উন্নতি হবে রাজ্যের। প্রসঙ্গত আগামি ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan