চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের অপেক্ষায় রয়েছে তিলত্তমা । তিনি নিজেও এবিষয়ে কতটা উৎসাহী তা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে । দিবু মার্টিনেজকে কলকাতায় আনার ‘ভগীরথ’ শতদ্রু দত্ত তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে আর্জেন্টাইন গোলকিপারের বার্তার ভিডিও পোস্ট করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন এই বিশ্বজয়ী গোলকিপার। নিজের সই সম্বলিত গ্লাভস মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার হিসেবে দেবেন বলেও জানিয়েছেন লিও মেসির দলের প্রহরী। মার্টিনেজ তার সই করা গ্লাভসের ছবিও পোস্ট করেছেন । আর সেই গ্লাভসে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে লেখা ‘দিদি’।
https://www.facebook.com/permalink.php?story_fbid=208776098618453&id=100084581912806
ভিডিও বার্তায় দিবু জানিয়েছেন, তিনি এই শহরে আসার জন্য একপ্রকার উত্তেজিত। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার গোলকিপার কলকাতাবাসীর জন্য আগাম বার্তাও পাঠিয়েছেন। তিনি বলেছেন, ”আমি খুব উত্তেজিত। সিটি অব জয়ে একাধিক কর্মসূচিও রয়েছে আমার।” কাতার বিশ্বকাপে নীল-সাদা জার্সিধারীদের ‘মসিহা’ ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর কলকাতায় পা রাখার নির্ঘণ্ট আগেই জানিয়ে দেওয়া হয়েছে। ৩ জুলাই রাতেই পৌঁছে যাবেন তিনি । তার পর এই শহরে রয়েছে তাঁর একাধিক কর্মকাণ্ড। ৪ জুলাই মোহনবাগান মাঠে যাবেন মার্টিনেজ। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ বল মেরে উদ্বোধন করার কথা তাঁর। পরের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে মারাদোনার মূর্তিতে মাল্যদান করবেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার এই বিশ্বজয়ী গোলকিপার কে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news