নীল বণিক
সকাল থেকেই কলকাতা সহ গোটা দেশ জুড়ে চলছে ইডির তল্লাশি অভিযান। কলকাতায় মেহুল চোকসির অফিসে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর মেহুল চোকসির অফিস থেকে মোট ১কোটি চল্লিশ লক্ষ টাকার গয়না উদ্ধার করেছে ইডি। এছাড়াও বারানসী,দিল্লি, গোরক্ষপুর, কানপুরে তল্লাশু চালাচ্ছেন গোয়েন্দারা। এদিকে
রবিবার দিনভর তল্লাশি চালিয়ে প্রায় খালি হাতেই ফিরতে হয় ইডি কর্তাদের। এ রাজ্যে তল্লাশি চালিয়ে নক্ষত্র গিনি থেকে গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাবে বলে আশা করেছিলেন গোয়েন্দারা। তবে বাস্তবে তার উল্টোটাই ঘটেছে বলে ইডি সূত্রের খবর। সিটি সেন্টার-২ এর নক্ষত্র জুয়েলার্স থেকে মাত্র বারোটি হিরে সংগ্রহ করা গেছে বলে সূত্রের খবর। তবে গোয়েন্দারা নক্ষত্র জুয়েলার্সের রেজিস্টার খাতাটি বাজেয়াপ্ত করেছে। বিগত ছয় মাসে সিটি সেন্টার-২ থেকে কতো গয়না বিক্রি হয়েছে তার একটি হিসেব বের করতে চাইছেন ইডি কর্তারা। মোট ৯ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পাশাপাশি শোরুমের তিনজন উচ্চপদস্থ কর্মীর বয়ানও রেকর্ড করেন তাঁরা। প্রোয়জনে তাঁদের ইডি দফতরে নিয়ে গিয়ে জেরার করা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
রবিবার দিনভর তল্লাশি চালিয়ে প্রায় খালি হাতেই ফিরতে হয় ইডি কর্তাদের। এ রাজ্যে তল্লাশি চালিয়ে নক্ষত্র গিনি থেকে গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাবে বলে আশা করেছিলেন গোয়েন্দারা। তবে বাস্তবে তার উল্টোটাই ঘটেছে বলে ইডি সূত্রের খবর। সিটি সেন্টার-২ এর নক্ষত্র জুয়েলার্স থেকে মাত্র বারোটি হিরে সংগ্রহ করা গেছে বলে সূত্রের খবর। তবে গোয়েন্দারা নক্ষত্র জুয়েলার্সের রেজিস্টার খাতাটি বাজেয়াপ্ত করেছে। বিগত ছয় মাসে সিটি সেন্টার-২ থেকে কতো গয়না বিক্রি হয়েছে তার একটি হিসেব বের করতে চাইছেন ইডি কর্তারা। মোট ৯ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পাশাপাশি শোরুমের তিনজন উচ্চপদস্থ কর্মীর বয়ানও রেকর্ড করেন তাঁরা। প্রোয়জনে তাঁদের ইডি দফতরে নিয়ে গিয়ে জেরার করা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan