নিজস্ব সংবাদদাতা
জুতো-মোজা পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। পরীক্ষা দিতে হলে আসতে হবে চটি পড়ে। যাতে পা দেখা যায়। কোনও কাগজের টুকরো বা মাইক্রো জেরক্স লুকিয়ে না রাখা যায়। এই নির্দেশিকা বিহার স্কুলশিক্ষা বোর্ডের। কেন?? এই তো শনিবার, বিহার বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় নকল করতে গিয়ে ধরা পড়ে ৯৮৫ পরীক্ষার্থী। জামার পকেট, কলার, প্যান্টের ভাঁজ এমনকি জুতো-মোজা থেকে বেরিয়ে আসে অজস্র চিটিং পেপার। এছাড়াও আবার ২৫ জন নকল পরীক্ষার্থী। কি ডাকাতে কাণ্ড রে বাবা! সব দেখেশুনে মাথায় হাত পরীক্ষকদের। দু’দিন পরেই শুরু হচ্ছে বিহার বোর্ডের মাধ্যমিক। এধরনের ডাকাতে পরীক্ষার্থীদের সামলানো কি আর নিরিহ পরীক্ষকদের পক্ষে সম্ভব!! পরীক্ষার্থীদের নকল করা আটকাতে তাই এই অদ্ভুত নির্দেশিকা জারি করল বিহার স্কুল পরীক্ষা বোর্ড। অন্তত জুতোর মধ্যে করে চিটিং পেপারটা তো আটকানো গেল। প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় বিহারে লাগামছাড়া নকলের অভিযোগ ওঠে। কখনও নকল পরীক্ষার্থী পাঠিয়ে, কখনও বাইরে থেকে কাগজ ছুঁড়ে নকল করেন পরীক্ষার্থীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news