চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
একদিকে ২০০০ নোট বাতিল অন্যদিকে কেন্দ্রের বড় ঘোষণা, বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন (75 Rs Coin)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Ministry of Finance) তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। ৭৫ বছর স্বাধীনতার ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ৭৫ টাকার এই কয়েন আনা হচ্ছে। বৃহস্পতিবার একটি বিবৃতিও জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ও নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।
Ministry of Finance issues #notification for a Rs 75 coin to be minted to mark the launch of the new Parliament Building#MOF #LAUNCH #NEW #PARLIAMENT #BUILDING #COIN_RS75 pic.twitter.com/34KJK7WGDg
— Ma₹ket VedantA ™ (@MarketVedantA) May 25, 2023
অর্থমন্ত্রক তরফে জানানো হয়েছে, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা থাকবে কয়েনের একদিকে। মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল” ও ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স”।
গোলাকার এই কয়েনের ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।
উল্লেখ্য, আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেখানে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০ দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে বলে জানিয়েছে, সেখানেই ২৫টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে যোগ দেওয়া কথাও জানিয়েছে।