নিজস্ব প্রতিনিধি :
অর্ণব মণ্ডল, রফিকের খেলার কথা ছিল না। তাঁদের জাতীয় শিবিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইস্টবেঙ্গল নিজের মাঠে খেলতে নামার সময় এই দুই সিনিয়র ফুটবলারকেও দেখা গেল দলের সঙ্গে নামতে।
প্রথমার্ধেই দু’ গোলে এগিয়ে রইল লালহলুদ। দু’টি গোলই করলেন প্লাজার সঙ্গে জুটি হয়ে নামা সুহের। এবং দু’টি গোলই ছিল দর্শনীয়। দ্বিতীয়ার্ধে নেমে আর একটি গোল করে প্রথম খেলাতেই হ্যাট্রিক করে কলকাতা ময়দানে নজির তৈরি করলেন সুহের। কেরালার এই ফুটবলার প্রথম দিনই সমর্থকদের নয়নের মণি উঠেছেন সুহের। আল আমনা কলকাতা ময়দানে প্রথম খেলেইই নিজের জাত চেনালেন। সমর্থকদের আশাও জাগিয়েছেন তিনি। মিচেল নিজের জায়গায় ঠিকই আছেন। ব্র্যান্ডন দুর্দান্ত খেলেছেন। চতুর্থ গোলটিও করলেন। খালিদ জামিলের কোচিংয়ে প্রথম খেলাতেই ইস্টবেঙ্গল প্রায় ফুল মার্কস নিয়েই পাশ করল বলা চলে। লিগের প্রথম খেলা দেখে ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত লালহলুদ সমর্থকেরা খুব খুশি। খেলার অন্তিমলগ্নে লালহলুদ মশাল জ্বলল গ্যালারি জুড়ে।