ওয়েব ডেস্ক:
বুধবার প্রবীর দাসকে সই করাল এটিকে। মোহনবাগান ধরে রাখতে পারল এই মিডফিল্ডারকে। সবুজমেরুনের ‘সেভজিৎ’ অর্থাৎ দেবজিৎ মজুমদার হাতছাড়া হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গলের দুর্গপ্রহরী শুভাশিসকে নিচ্ছে মোহনবাগান। সবুজমেরুন কর্তাদের সঙ্গে কথাও হয়েছে লালহলুদ গোলকিপার শুভাশিসকে এবার দেখা যাবে সবুজমেরুন দুর্গ আগলাতে। প্রীতম কোটালকেও সম্ভবত পাচ্ছে না মোহনবাগান। প্রীতম আইএসএল খেলতে আগ্রহী। তাই তিনি ড্রাফটিংয়ে উঠতে চাইছেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন