Breaking News
Home / TRENDING / ‘সেমি’–র আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা মোটিভেশন করছেন?‌ বললেন অর্ণব।

‘সেমি’–র আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা মোটিভেশন করছেন?‌ বললেন অর্ণব।

অভিজিৎ দাঁ

শিলঙের পুলিশ বাজারের মোড়ে হোটেল এম ক্রাউন। লাজং এফসি ম্যাচ খেলতে এসে এখানেই ঘাঁটি গেড়েছে ইস্টবেঙ্গল। ফুটবলারদের শরীরীভাষাতে যুদ্ধজয়ের সংকল্প। মুহুর্মুহু নিজেদের মধ্যে আলোচনাতে ব্যস্ত ফুটবলাররা। এই পুরোটাই যার নেতৃত্বে হচ্ছে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়ক অর্ণব মন্ডল। লাজং ম্যাচের আগের দিন হোটেলে নিজের ঘরে বসে ইস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকার পর্বে উঠে এল।

এখানে আসা থেকে দেখছি আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আত্মজীবনীতে ডুবে আছেন । এর কারণটা কি ?

অর্ণব : আমি মনে করি চাম্পিয়ন হতে গেলে নিজেদেরকে চাম্পিয়নদের আদলে গড়ে তুলতে হয়। রোনাল্ডো একজন চাম্পিয়ন। ওর জীবনী পড়ে নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি । লালহলুদের জার্সিতে এবার যেকোনও মুল্যে চাম্পিয়ন হতেই হবে । এর জন্য মানসিকভাবেও আমাদের আরও দৃঢ়চেতা হতে হবে ।

হঠাৎ করেই কি অর্ণব মন্ডল বদলে গেল ?

অর্ণব: গোকুলাম ম্যাচে লালকার্ড দেখার পর নিজেকে বদলে ফেলেছি । এই দলটার অধিনায়ক আমি । বুঝেছি নিজেকে সাধারণের গন্ডি ছাড়িয়েও অসাধারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই দলনেতা হওয়া যায় । আর প্রকৃত দলনেতাই একটা দলকে চাম্পিয়ন হওয়ার পথটা দেখাতে পারে । আমি রজার ফেডারারের ভক্ত । এই বয়সেও লোকটা যে পরিশ্রম করে তা সকল স্পোর্টসম্যানের কাছে শিক্ষণীয়। প্রকৃত চাম্পিয়ন তো ফেডেরারও । ওনার পথ অনুসরণ করেই সাফল্যের হদিশ পেতে চাই।

আইলিগ জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?

অর্ণব: এরকম সুযোগ আগত দশ বছরে ইস্টবেঙ্গল পাবেনা ।এই সুযোগটা যেকোনও মুল্যে কাজে লাগাতে হবে । আর আমি ভারতবর্ষের সব ট্রফি জিতেছি । আইএসএল ও চাম্পিয়ন হয়েছি । শুধু আইলিগটাই জিতিনি । অধিনায়ক হিসেবে এবার আইলিগটা জিততে চাই ।

পুরো মরশুমে আপনার পারফর্মম্যান্স নিয়েও অনেকক্ষেত্রে বহু সমালচনা হয়েছে। সেগুলো কি আপনার মনে কোনও প্রভাব ফেলেছে ?

অর্ণব: যারা অকর্মণ্য , তারাই সমালচনা করে । আমি সারাদিন ফুটবলে ডুবে থাকি । ফুটবলের বাইরে কোনওকিছু ভাবিনা । তবে প্রতিমুহূর্তে অনুশীলনে নিজেকে আরও ক্ষুরধার ও পরিণত করার চেষ্টা করি । আমি মনে করি সাফল্যেই সব সমালোচনার জবাব দিতে পারে । আর সচিন, সৌরভ থেকে মেসি-রোনাল্ডো সকলেই জীবনে খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন । তাই আমিও ভেঙে পরিনি , এখান থেকেই ঘুরে দাঁড়াতে চাই ।

মনোরঞ্জন ভট্টাচার্যের অন্তর্ভুক্তি দলে কতটা প্রভাব ফেলেছে ?

অর্ণব : নিঃসন্দেহে মনাদার অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে বাড়তি শক্তি জুগিয়েছে। ওনার অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ । ওনার টিপস্ আমাদের মাঠে ও মাঠের বাইরেও বদলে দিচ্ছে । কোচ , রঞ্জন দা , মনা দা সহ দলের প্রত্যেকে আমাদের পিছনে অনেক পরিশ্রম করছে । এর প্রতিদান আমাদের ট্রফি জিতেই দিতেই হবে । নাহলে এই পরিশ্রমের কোনও মূল্য থাকবে না ।

টিম মিটিংয়ে উজ্জীবিত ভঙ্গিতে কি বলছিলেন ফুটবলারদের?

অর্ণব : কাল দুপুরে আমাকে নিতুদা ( দেবব্রত সরকার ) ফোন করেছিলেন । ওদেরকে সেটাই বললাম এই দুটো ম্যাচ ইস্টবেঙ্গলের একটা ইতিহাস বদলে দিতে পারে । ক্লাবের কর্মকর্তা , দলের সঙ্গে যুক্ত সকল সদস্য , সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে । চাম্পিয়ন না হতে পারলে আমাদের কেউ মনে রাখবে না । চল দেখিয়ে দিই সকলকে যে আমরা চাম্পিয়ন হতে পারি । সেকেন্ড-বয়দের এ সমাজে কোনও দাম নেই ।

কাল ডিফেন্সে এডু নেই । কতটা সমস্যার হবে এডুর না থাকা টা ?

অর্ণব : এডু শক্তিশালী ও কার্যকরী ডিফেন্ডার । তবে আমি , গুরবিন্দর , সালাম আছি । নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে সমস্যার কিছু হবে না । আমার এরকম আরও একটা ম্যাচের কথা মনে পড়ছে । 2012 সালে ফেডকাপে ডেম্পোর বিরুদ্ধে কার্ড সমস্যায় ওপারা ও গুরবিন্দর খেলতে পারেনি । আমি আর রাজু সেদিন ভাল ফুটবল খেলেছিলাম । তাই খেলা শুরুর আগেই আশাহত হতে চাইনা । নিজেদেরকে বিশ্বাস করলে সব বাঁধাবিপত্তি জয় করা যাবে ।

লাজং এফসিকে প্রথমপর্বে ৫ গোলে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। এবারের লড়াইটা কতটা কঠিন ?

অর্ণব: আগের তুলনায় ওরা অনেক বেশি শক্তিশালী। নতুন বিদেশী অন্তর্ভুক্তি ওদের দলটাকেই বদলে দিয়েছে। আমাদের জন্য এটা একটা কঠিন ম্যাচ হতে চলেছে ।।তবে আমরাও শেষ মুহূর্ত অবধি লড়াই করব ।

কাল মাঠে খেলা শুরুর আগে সতীর্থদের কি বলবেন ?

অর্ণব : বলব , শেষ নব্বই মিনিট নিজেদেরকে উজার করে দাও । তোমরা ভারতের অন্যতম সেরা ফুটবলার, সেটা প্রমাণ করার সময় এসেছে। চল সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিই । আমাদের লড়াই কোটি কোটি লালহলুদ প্রেমী মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustanhttps:

//www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *