ওয়েব ডেস্ক:
জাতীয় শিবির থেকে ছাড়া পেয়ে দুই বিদেশি প্লাজা আর মিচেল শহরে আসছেন রবিবার ভোরেই। লালহলুদের অনুশীলনে যোগ দেবেন সোমবার থেকেই। জানা লালহলুদ শিবির থেকে। লালহলুদ কোচ খালিদ জামিল এই দুই বিদেশির অপেক্ষায় রয়েছেন। অন্য বিদেশি আল আমনাকে অনুশীলনে দেখে বেজায় খুশি কোচ খালিদ জামিল। আল আমনা বাড়িতে ছুটি কাটালেও নিজেকে ভীষণভাবে ফিট রাখতে নিজেকে অনুশীলনে রেখেছিলেন বলে মনে করেন লালহলুদ কোচ। খালিদ জামিল আই লিগকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন।
আরও পড়ুন :-