ওয়েব ডেস্ক:
ডিপান্ডা ডিকাকে নেওয়া হবে সরকারি ভাবে জানিয়ে দিলেন সবুজমেরুন কর্তারা। ডিকাই ছিল আই লিগের সর্ব্বোচ্চ গোলদাতা। ডিফেন্ডার রানা ঘরামিও যোগ দিচ্ছেন সবুজমেরুন শিবিরে। মোহনবাগান ভালভাবেই দল গুছিয়ে নিল। যাঁরা কলকাতা লিগে ভাল খেলতে পারবেন না তাঁদের বাদ দিয়ে নতুন ফুটবলার নেওয়ার কথা ভেবে রেখেছেন সবুজমেরুন কর্তারা।
আরও পড়ুন :-