ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গলে খেলতে এলেন আইএম বিজয়নের জামাই আদিল। বিজয়নই লালহলুদ কর্তাদের ফোন করে তাঁর জামাইয়ের কথা বলেন। বিজয়ন আক্রমণভাগের ফুটবলার হলেও জামাই রক্ষণভাগে খেলেন। স্টপার পজিশনে খেলেন। ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে গেছে। তারই মধ্যে আদিলকেও দেখে নেবেন কোচ খালিদ জামিল। আদিল খেলেওছেন কেরালার লিগে।