নিজস্ব প্রতিনিধি :
ইস্টবেঙ্গলের নজরে এবার ব্রাজলীয় ফুটবলার পাওলো। রক্ষণে খেললেও পাওলো মূলত মাঝমাঠের খেলোয়াড়। ব্রাজিলেই তাঁর ফুটবল কেরিয়ার। বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনে খেলেন। পাওলোর সিভি এবং সিডি দেখে লালহলুদ কোচ খালিদ জামিল খুব খুশি। লালহলুদ কর্তারাও মজেছেন পাওলোতে। ময়দানে শোনা গেল, খুব শিগগির আসছেন পাওলো লালহলুদ জার্সি গায়ে দিতে।
এরই মধ্যে আগামিকাল টানা অষ্টমবার কলকাতা লিগ ঘরে তোলার লক্ষ্যে অভিযান শুরু করছে লালহলুদ ব্রিগেড।
আরও পড়ুন :-