Breaking News
Home / TRENDING / তিন প্রধানের কোন কোন ভারতীয় ফুটবলার নজর কাড়বেন

তিন প্রধানের কোন কোন ভারতীয় ফুটবলার নজর কাড়বেন

 

নিজস্ব প্রতিনিধি :

মোহনবাগান:
চেস্টারপল লিংডো- ছোটখাটো চেহারার এই মিডফিল্ডার গতবছর আই লিগে চার্চিলের জার্সি গায়ে নজর কেড়েছিলেন। ভাল গতি রয়েছে লিংডোর।
রিকি লালওমাওমা- আই লিগ বিজয়ী আইজলের লেফট ব্যাকে খেলতেন। দুর্দান্ত খেলেছিলেন তিনি।
কিংশুক দেবনাথ- স্টপারে খেলে নজর কেড়েছেন। এবারে ক্রোমা, কামো, কিংসলে তিন ‘কে’র সঙ্গে আর ‘কে’ কিংশুক।
নরহরি শ্রেষ্ঠা- সালগাওকার আকাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড অনুশীলনে বেশ নজর কেড়েছেন কোচ থেকে সমর্থক সকলেরই।

ইস্টবেঙ্গল:
রিচার্ড কোস্তা- লালহলুদের অনেকেই মনে করছেন মেহতাবের অভাব অনেকটাই মেটাবেন। চার্চিলের জার্সি গায়ে দুরন্ত পারফরমেন্স ছিল তাঁর।
লালদানমাউইয়া- আই লিগ বিজয়ী আইজলের হয়ে ছ’টি গোল ছিল তাঁর। রাইট উইংয়ে খেলেন।
ইয়ামি- মণিপুরি এই মিডফিল্ডার খেলা তৈরি করতে পারেন। অনূর্ধ্ব ২২-এর এই ফুটবলারের প্রতি সকলেরই নজর থাকবে।
ব্রেন্ডন- লেফট উইংয়ে খেলেন। ইনিও আই লিগ জয়ী আইজলে খেলতেন। তাঁর গোলও আছে গোটা তিনেক।
অর্ণব মণ্ডল- ইস্টবেঙ্গলের রক্ষণভাগের ভরসা। একটানা খেলার জন্য লালহলুদের সকলের নয়নের মণি।

মহামেডান:
রানা ঘরামি- দলের অধিনায়ক। দলের ডিফেন্সের বড় ভরসা। আই লিগে মোহনবাগানের হয়ে খেলবেন।
মননদীপ সিং- গতবছর মিনার্ভা হয়ে খেলে বেশ নজর কেড়েছিলেন। মহামেডান আক্রমণ ভাগের বড় ভরসা তিনি।
মনবীর সিং- এঁর পা থেকেই সন্তোষ ট্রোফি ফাইনালে গোল এসেছিল। বাংলাকে সন্তোষ ট্রোফি জেতানোর মূলে মনবীরের অবদান অনেকটাই।
ইফাম তারিক মীর- কাশ্মীরি এই উইঙ্গার সকলেরই নজর কাড়বেন। খেলতেন কাশ্মীরের লোনস্টার এফসি-তে।

আরও পড়ুন :- 

ইস্টবেঙ্গলে ব্রাজেলিয়ান ফুটবলার পাওলো

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *