সুপর্ণা দাঁ
তিনি ভারতীয় দলের ডিফেন্ডার। কিন্তু ইস্টবেঙ্গলকে চলতি মরশুমে ডুবিয়ে ছেড়েছে। কর্তারা লিগ হাতছাড়া হওয়ার জন্য তঁাকেই কাঠগড়ায় তোলেন। সেই সালামরঞ্জন সিংকে সামনের বছর ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। ৭০ লাখের প্লেয়ার। সালামের পিছনে খরচ করা সব টাকাই জলে গেল এ বছর। বিশ্রী পারফরমেন্স। দু–দুটো সেম সাইড গোল খাইয়ে দলকে ডুবিয়েছেন। কর্তাদেরই বা কী করার আছে। বেঙ্গালুরু ও জাতীয় দলে খেলা তারকা প্লেয়ারকে সই করিয়েছিলেন অনেক আশা নিয়ে। শেষ পর্যন্ত যে এই ডিফেন্ডারই স্বপ্ন ফিকে করে দেবে তা কে জানত? তাই সালামের বদলে তারকা ডিফেন্ডারই সই করানোর পরিকল্পনা রয়েছে ক্লাবের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan