অভিষিক্তা দাঁ
দীর্ঘ ১২ বছর খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে। এবার থামতে চান। ইন্ডিয়া টিমের গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন সুব্রত পাল। হ্যাঁ, জাতীয় দল থেকে অবসরের মুখে সুব্রত।
চেয়েছিলেন ভারতের হয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলে বিদায় জানাবেন। কিন্তু, এএফসি এশিয়ান কাপের টিমে তঁাকে ছেঁটে ফেলেছেন কোচ স্টিফেন কনস্টানটাইন। তা হলে কিছুটা কি অভিমানে সরে যেতে চাইছেন সুব্রত? সূত্রের খবর তো সেরকমই। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না স্পাইডারম্যান। বহু যোদ্ধার নায়ক তিনি। ভারতকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। সাফল্য পেয়েছেন। বিতর্কে জড়িয়েছেন। যতই হোক, সুব্রত–সুব্রতই থাকবেন। সেলাম জানাই চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে। ভারতকে এক যুগ ধরে সার্ভিস দেওয়ার জন্য।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan