শুভঙ্কর চ্যাটার্জি :
ইস্টবেঙ্গল রিলিজ দিয়ে দিল এই ফুটবলারকে। ভাবছেন তো কাকে? ভাবুন।
বুঝতে পারলেন?
ভি পি সুহের। মাঝ মরশুমে চোট পেয়েছিলেন এই স্ট্রাইকার। সুস্থ হয়েও উঠেছিলেন। কিন্তু তঁাকে আর রাখল না ইস্টবেঙ্গল। ছেড়ে দিল। ক্লাবও পেয়ে গেছেন ভিপি সুহের। গোকুলামে সই করেছেন সুহের। শনিবারই কলকাতা ছেড়ে কেরালার ক্লাবে খেলার জন্য উড়ে গেলেন সুহের। সুহের বলেন, ‘ইস্টবেঙ্গলের সঙ্গে কয়েক মাসেই ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমরা পেশাদার। আমাদের জীবনটাই এরকম। খারাপ লাগলেও কিছু করার নেই।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan