নীল বণিক
রাজ্যে দায়িত্বশীল বিরোধির ভূমিকা পালন করতে এবার কলকাতায় অস্ত্র নিয়ে মিছিল করল না বিজেপি। মুকুল রায়ের নেতৃত্বে গেরুয়া পতাকা হাতে রামনবমীর মিছিলে পা মেলালেন কয়েকশো সমর্থক। তিনি জানান ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য বিজেপি শাসন করছে। তাই রাজ্য বিজেপির একটা দায়িত্ব আছে। এদিন রামসীতার মন্দিরে পূজো দিয়েই মানিকতলার মিছিল শুরু করেন মুকুল রায়। মিছিল হয় বাগবাজার থেকেও। বিশ্বহিন্দু পরিষদ সকাল আটটা নাগাদ রামনবমীর মিছিল বার করে। দক্ষিণ কলকাতার টালিগন্জ মেট্রো স্টেশানের সামনে থেকে রামনবমীর মিছিলে হাটেন বিজেপি সমর্থকেরা। এই মিছিলটি হাজরা মোড়ে আসলে তাদের পথ আটকায় পুলিশ। তবে পুলিশের কথা মতো হাজড়া মোর ক্রস করেননি দক্ষিণ কলকাতা বিজেপি সমর্থকেরা। এই মিছিলের দায়িত্বে ছিল দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি জীবন সেন। মিছিল হয় যাদপুর থেকেও। যাদপুরের রামনবমীর মিছিলে মূল আকর্ষন ছিল লাঠি খেলা। প্রায় কুড়িজন যুবক যাদপুরে রামনবমীর মিছিলে লাঠি খেলা প্রদর্শন করেন। তবে শহর কলকাতায় রামনবমীর মিছিল দুপুর পর্যন্ত শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। প্রত্যেকটি মিছিলের শুরু ও শেষে পুলিশ ছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan