প্রদীপ গাঙ্গুলি :
খবরটা আবার জানাজানি হল। যদি বাস্তব রূপ পেত, নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বড় চমক হত। কিন্তু, চমক হতে দেয়নি আইএসএল।
কর্তা দেবব্রত সরকার নিজে মুখেই জানালেন, এবার মরশুমের শুরুতে ৮০ লক্ষ টাকার অফার করা হয়েছিল দেবজিৎ মজুমদারকে। কিন্তু, দেবজিৎ আই লিগ খেলতে রাজি হননি। তার জন্য আই লিগের শেষ দিকে এসে আপশোস করছিলেন দেবব্রত। দেবজিৎ চলে এলে, গোলকিপার সমস্যায় ভুগতে হত না। কিন্তু, সমর্থকরা বলছেন, যা হয়েছে ভালর জন্যই হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news