Home / TRENDING / ডার্বির আগে ইস্টবেঙ্গল কোচের আক্ষেপ এটাই। ক্লিক করে জানুন। চমকে উঠবেন

ডার্বির আগে ইস্টবেঙ্গল কোচের আক্ষেপ এটাই। ক্লিক করে জানুন। চমকে উঠবেন

নিজস্ব সংবাদদাতা :

বড় ম্যাচ জিততে সমর্থকদের খালিদ বলছেন, ‘ডার্বিতে অনেক সমর্থক মাঠে আসুন। সমর্থকদের থেকে আরও বেশি সমর্থন প্রয়োজ‍ন। ওরাই আমাদের টিমের দ্বাদশ প্লেয়ার।’

সমর্থকদের ডার্বি জিতে আটে আট করে বোনাস সহ পুজো উপহার দিতে তৈরি খালিদ

বিপক্ষ মোহনবাগানকে নিয়ে খালিদ বলেন, ‘আমরা যেমন জানি, ওরাও জানে আমাদের টিমের শক্তি–দুর্বলতা। ফলে খুব কঠিন ম্যাচ হবে। সতর্ক থাকতে হবে। ম্যাচ জিততে গেলে ফুটবলারদের উজাড় করে দিতে হবে।

অল্প কথা বলেন। প্রথম ডার্বির আগে নিজেকে আরও গু‍টিয়ে নিয়েছেন খালিদ। ব্রেন্ডন, চুলোভারা একটু ভুলচুক করলেই মুখে বাঁশি নিয়ে চিৎকার করে বলে উঠছেন, ‘পজিটিভ ফুটবল খেলো।’ বৃষ্টি হওয়ায় মাঠের ঘাস ছাঁটার সময় পাওয়া যায়নি। চলতি লিগে রেফারিং নিয়ে দুই বড় ক্লাবের কর্তাদের অভিযোগ–পাল্টা অভিযোগ তো ছিলই। খালিদ ওসবের মধ্যে ঢুকতেই চাইলেন না। বললেন, ‘বৃষ্টি হলেও সমস্যা নেই, বৃষ্টি না হলেও ঠিক আছে।’ আরও বলেন, ‘রেফারি, মাঠ কোনও কিছু নিয়েই অভিযোগ নেই।’

কিন্তু, একটা আপসোস  যাচ্ছে না কিছুতেই। ‘ইস্, যদি ফুটবলার জীবনে একটা ডার্বি খেলতে পারতাম!’ ডার্বির উন্মাদনা দেখে মুখ থেকে এরকম কথা বেরলো ইস্টবেঙ্গল কোচের। ‘এখন মনে হচ্ছে ফুটবলার হয়ে ডার্বি না খেলার আক্ষেপ কতটা। যা হওয়ার হয়ে গেছে। ভেবে লাভ নেই। এখন রবিবারের ম্যাচ জিততে চাই।’

গতবছর আইজলের কোচ থাকাকালীন আই লিগের খেতাবি দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ–মেরুনকে উড়িয়ে দিয়েছিলেন। তবে, তার সঙ্গে রবিবারের ম্যাচকে গুলিয়ে ফেলতে চান না। খালিদের কথায়, ‘আইজলের ওই ম্যাচটা ছিল আলাদা। ওটার সঙ্গে কালকের ম্যাচের প্রেসার এক করে ফেললে চলবে না। নতুন দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ। আশা করছি ভাল ফল হবে।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *