নীল বণিক :
রোশনের গ্রেফতারের খবরে গোটা দল জুড়ে থরহরিকম্প।
বিকেলের দিকে মোর্চা নেতাদের কাছে খবর আসে উত্তরাখন্ডের দেরাদুন থেকে সিআইডির হাতে ধরা পড়েছেন রোশন গিরি। এই খবর ঝড়ের মত ছড়িয়ে পড়ে গোটা পাহাড়ে। মোর্চা সমর্থকেরাও খবরের সত্যতা যাচাই করতে দলের উপর তলার নেতাদের ফোন করতে শুরু করে দেন। কিন্তু ছোট , বড় , মেজ কোনও নেতাই খবরের সত্যতা সম্পর্কে মোর্চার নিচু তলার কর্মীদের কিছু বলতে পারেন নি। শুধুই বলতে শোনা গেছে “আপনাদের মত আমিও শুনেছি “। দেরাদুন থেকে সিআইডির হাতে গ্রেফতারের খবর শুনে ইতিমধ্যেই ভেঙ্গে পড়েছেন যুব মোর্চা থেকে দলের মহিলা মোর্চার সদস্যরা। তাঁরা শুধু একটি কথাই বলছেন, এরপর মোর্চাদের হয়ে দিল্লিতে রোশনের জায়গা কে নেবে! যদিও রোশনের গ্রেফতারের বিষয়ে সিআইডি এখনও পর্যন্ত কিছু স্বীকার করেনি। এমনকি দার্জিলিং জেলা পুলিশও খবরের সত্যতা নিযে প্রশ্ন তুলেছে। সিআইডির এক কর্তার কথা রোশন তো আর দিল্লি থেকে খুব বেশি দূর যেতে পারেন নি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ হতেই দিল্লিতে ঘাঁটি গেড়ে বসেছিল সিআইডির তদন্তকারী দল। তবে রোশনের ফোন নম্বরটিতে কল ফরোয়ার্ড করা রয়েছে। আর হোয়াটসআ্যাপে শেষ সময় দেখানো হচ্ছে সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan