Breaking News
Home / TRENDING / শ্রীরাধিকার ইচ্ছায় কিভাবে শুরু হল দোলোৎসব, জেনে নিন অমৃতকথা

শ্রীরাধিকার ইচ্ছায় কিভাবে শুরু হল দোলোৎসব, জেনে নিন অমৃতকথা

পার্থসারথি পাণ্ডা

‘দোল’ মানেই ‘দোলা’। বছরে যে দুটো দিন রাধাকৃষ্ণ দোলনায় বসে আনন্দময় লীলা করেন, সে দুটো দিনই পূর্ণিমা। একটি শ্রাবনী পূর্ণিমা, অন্যটি ফাল্গুনী পূর্ণিমা। একদিন ঝুলন, অন্যদিন দোল।

বেদের যুগের ঋষিরা সূর্যের উপাসনা করতেন। সূর্যের দুই গতি, দক্ষিণায়ণ আর উত্তরায়ণ। সেকালে এই দক্ষিণায়ণ গতি শুরু হত শ্রাবনী পূর্ণিমায়, উত্তরায়ণ শুরু হত ফাল্গুনী পূর্ণিমায়। এই দুই দিন সূর্যদেবের বিশেষ-উপাসনা করতেন ঋষিরা। তখনও দেবতাদের মূর্তি গড়া শুরু হয়নি, প্রকৃতির মাঝে সূর্যকে যে-রূপে দেখা যায়, তাকেই ধ্যানকল্পনায় স্মরণ করে পূজা করা হত। তারপর ধীরে ধীরে মানুষের রূপ-সাদৃশ্যে দেবতাদের মূর্তি গড়া শুরু হল। ধ্যানকল্পনার রঙ ভক্তের হাতের ছোঁয়ায় মাটিতে-পাথরে-কাঠে আকার পেল। তখন সূর্যদেবের মূর্তি দোলায় বসিয়ে এই দু’দিন উপাসনার কালে উত্তর-দক্ষিণে দোলানোর আচার শুরু হল। তারপর একদিন আমাদের ঈশ্বরচেতনার ধারায় বিষ্ণু উপাসনার জোয়ার এলো। দোলনায় সূর্যের স্থান অধিকার করে নিলেন বিষ্ণুর অবতার মানবত্রাতা ভগবান শ্রীকৃষ্ণ। গতির দোলা তখন হয়ে উঠল আনন্দময় লীলার দোলা। আরও পরে সেই দোলায় শ্রীকৃষ্ণের বাম পাশে উঠে বসলেন রাধাসুন্দরী। তিনি তখন ভক্তকূলের চোখে ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী, লীলাসঙ্গমের ভাগীরথী।

এভাবেই সূর্যের উপাসনায় যেখানে বেদোক্ত মন্ত্রে ঋষি উচ্চারিত মন্দ্র মন্ত্র আকাশে-বাতাসে ধ্বনিত হত, সেটাই শ্রীকৃষ্ণের অনুষঙ্গে গোপিনীদের বাঞ্ছাপূরণ ও আনন্দগানের উৎসব হয়ে উঠল। ভক্তের চোখে শ্রীকৃষ্ণ যেমন ভগবান বিষ্ণুর অবতার, গোপবালকেরা বিষ্ণুর অংশ, তেমনি শ্রীরাধাও দেবী লক্ষ্মীর অবতার আর গোপিনীরা তাঁরই অংশ। তাই পূর্ণ-অবতার রাধা যেভাবে পূর্ণ-অবতার কৃষ্ণকে আপন করে একান্ত কাছে পান, সেভাবেই অংশ-অবতার গোপিনীরাও তাঁকে পেতে চাইলেন। রাস উৎসবে শ্রীকৃষ্ণ এক কায়ায় অনেক হয়ে তাঁদের সেই অভিলাষ পূর্ণ করেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমার পুণ্যলগ্নেও তাঁরই ইচ্ছায় রাধার এই সখীরা হয়ে উঠলেন তাঁর আনন্দলীলার নিত্যসহচরী। সে লীলায় বসন্ত পলাশে-মুকুলে সাজিয়ে দিল ফুলের দোলনা, মলয় বাতাস দোল দিল সেই দোলনায়। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সঙ্গে কুসুমের রেণু, কুমকুম গায়ে মেখে মাতলেন রঙের খেলায়। এভাবেই শুরু হল রঙে রঙে কুসুম-দোলার উৎসব, আপন আনন্দ বিশ্বচরাচরে ছড়িয়ে দেওয়ার উৎসব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *