নিজস্ব সংবাদদাতা
বিষ দিয়ে হত্যা করা হয়েছে দশটি কুকুরকে। ঘটনার পর স্থানীয়রা এই নির্মম হত্যার প্রতিবাদও করে। থানায় অভিযোগও করা হয়। কিন্তু ঘটনার সাতদিন কেটে গেলেও এই হত্যা নিয়ে নীরব পুলিশ।
অভিযোগ
২৫ ডিসেম্বর বীরভূমের ইলামবাজার থানার নাচনসাহা গ্রামের প্রভাকর খাঁ মাংসে বিষ মিশিয়ে দশটি কুকুরকে খাইয়ে দেয়। ২৬ ডিসেম্বর দশটি কুকুর মারা যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসী সৌরভ দাস বলেন, প্রভাকর খাঁর ছাগলকে একটি কুকুর কামড়ে দেয়। কুকুরের কামড়ের পর প্রভাকর খাঁ প্রকাশ্যে বলে যায় সব কুকুরকে বিষ দিয়ে মেরে দেব। পরের দিন দেখা যায় গ্রামের দশটি কুকুর মারা গেছে। গ্রামবাসীরা বলেন, প্রভাকর আগের দিন বলে যায় কুকুরগুলিকে বিষ দিয়ে মারব, কিন্তু সত্যি মেরে ফেলবে ভাবিনি। পরদিন মৃত অবস্হায় দেখা যায় কুকুরগুলিকে। মৃত কুকুরের পাশে মাংসের নমুনাও মেলে। সৌরভ দাস,পাপু দাস, কাজলদাস সহ ত্রিশজন থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগ, পুলিশকে জানানোর পর কোনও ব্যাবস্থা নেয়নি প্রশাসন। কুকুর সহ অনান্য পশুদের জন্য শান্তিনিকেতনে পশুপ্রেমী সংস্থা রয়েছে। বিষয়টি সংবাদমাধ্যম, সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও কোন সংস্থা এই কুকুর হত্যাকান্ড নিয়ে হেলদোল দেখায়নি। অথচ কয়েক বছর আগে শ্রীনিকেতনের সরকার বাড়ীর এক যুবক তার বিদেশী কুকুরকে বিরক্ত করার জন্য একটি কুকুর হত্যা করে। সেদিন শান্তিনিকেতনের পশুপ্রেমী টুটুল রায়ের উদ্যোগে বেশ কিছু পশুপ্রেমী, বিধায়ক-অভিনেত্রী দেবশ্রী রায় কুকুর হত্যার ঘটনায় দোষী ব্যাক্তির গ্রেপ্তারের দাবীতে মিছিল করেছিলেন, বোলপুর থানায় অভিযোগও করেন। অথচ এবার গ্রামে দশটি কুকুর হত্যার পরও সবাই নীরব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan