শৌভিক সান্যাল :
গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে আজ বেআইনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে দার্জিলিঙের পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেই সময় সাংবাদিকদের তিনি বলেন, আজকের বনধ বেআইনি, বনধে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কথায় কথায় বনধ, ধর্মঘট কোনও শান্তির বার্তা নয়। তিনি আরও বলেন, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক, পাহাড়ের উন্নয়ন হোক। আইন আইনের পথে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে, কাউকে রেয়াত করা হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। গতকালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ৩-৪ জন লোকের জন্য এসব হচ্ছে, পুরো ঘটনাটা একতরফা, কোন ইস্যু নেই। আর এক মাস বাকি জিটিএ নির্বাচনের। ৫ বছরে কোনও কাজ করেনি। আমি মানুষকে বলব ওদের সমর্থন না করতে। সরকার এতদিন ওদের সবরকম সাহায্য করেছে, কিন্তু এখন সরকার অনেক কঠোর। গতকালের ঘটনার পর সরকার কাউকে রেয়াত করবে না। পর্যটকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার পর্যটকদের পাশে আছে। পর্যটকদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পর্যটকরা যাতে নিরাপদে পৌঁছতে পারেন তাই ৮-১০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১১ টা থেকে ২ ঘণ্টা অন্তর শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়বে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
Check Also
চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক
ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …
আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ
জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …