স্বপন ঠাকুর, শিক্ষক, গবেষক ও লেখক :
রাঢ় অঞ্চলের অনেক গ্রামে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শুরু হয়েছে ঐতিহ্যবাহী ধর্মরাজ পুজো। চলবে ছ’দিন। বীরভূম জেলার দুবরাজপুর থেকে খাড়া দক্ষিণে বালিঝুড়িগাঁ। পাহাড় রায়, সুন্দর রায় আর বুড়ো রায়কে নিয়ে হয় বর্ণাঢ্য লোক উৎসব—- মুক্তস্নান, ভাঁড়ালনাচ, বানামো। আর প্রচুর ছাগ বলি হয়। বহু মানুষ আসেন বিভিন্ন প্রান্ত থেকে।
