Breaking News
Home / TRENDING / আজ দীনদয়াল উপাধ্যায়ের ৫০-তম প্রয়াণ দিবস

আজ দীনদয়াল উপাধ্যায়ের ৫০-তম প্রয়াণ দিবস

নিজস্ব সংবাদদাতা :

আজ ৫০-তম মৃত্যুদিবস উপলক্ষ্যে লক্ষ্ণৌতে দীনদয়াল উপাধ্যায়ের মর্মরমূর্তি প্রতিষ্ঠা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, আদিত্যনাথ যোগী।

দীনদয়াল উপাধ্যায়। বিশিষ্ট চিন্তাবিদ, সমাজকর্মী এবং রাজনীতিবিদ। ১৯৬৮ সালের ১১ ফেব্রুয়ারি, ট্রেনে জার্নি করার সময় তাঁর মৃত্যু হয়।

কলেজে পড়ার সময়ই দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা কে বি হেদগেওয়ারের সংস্পর্শে আসেন। ১৯৪২ সালে দীনদয়াল ‘আর এস এস’-এ যোগ দেন। এর আগেই অবশ্য ‘রাষ্ট্র ধর্ম’-নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ করে হিন্দুত্বের ধারণা প্রচার শুরু করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ‘ভারতীয় জন সঙ্ঘ’ দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দীনদয়াল। পরবর্তীকালে এই ‘ভারতীয় জন সঙ্ঘ’-ই হয়ে উঠেছিল ভারতীয় জনতা পার্টি।

১৯৬৫ সালে বিজয়ওয়াড়া-তে ভারতীয় জনসঙ্ঘের সম্মেলনে দীনদয়াল প্রথম ‘একাত্ম মানবতাবাদ’-এর ওপর তাঁর দার্শনিক উপলব্ধি তুলে ধরেন। তাঁর মতে, ব্যক্তির সঙ্গে পরিবার, পরিবারের সঙ্গে সমাজ, সমাজের সঙ্গে দেশ, দেশের সঙ্গে বিশ্ব, বিশ্বের সঙ্গে ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে যুক্ত। নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্যই তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করেছে। এদের মধ্যে কোন বিরোধ নেই। তিনি বলেছিলেন, ‘ভারতে যারা বাস করেন, তাকে ভালোবাসেন, তাঁরা অনেক হলেও আসলে এক; তাঁদের জীবনযাত্রা, কলাশিল্প, সাহিত্য, দর্শন সবকিছু মিলিয়েই ভারতীয় সংস্কৃতি। তাই রাষ্ট্র হিসেবে ভারতের আধার তার সংস্কৃতি। এই সংস্কৃতিতে সকলের আস্থা থাকলে তবেই তবেই ভারত তার একাত্মতা(ঐক্য) বজায় রাখতে পারবে।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *