নিজস্ব সংবাদদাতা :
জরিমানা দেওয়াকে কেন্দ্র করে লেগে গেল ফেডারেশন বনাম আইজল।
গত মাসে মোহনবাগানের বিরুদ্ধে হোম ম্যাচে বিশৃঙ্খলার জন্য তিন লক্ষ টাকা জরিমানা করা হল আইজলকে। সেইসঙ্গে ম্যাচ আয়োজনের আটচল্লিশ ঘন্টা আগে নিরাপত্তাজনিত সব ছবি তুলে ফেডারেশনকে মেল করে পাঠাতে হবে। এআইএফএফ সেই ছবি দেখে সন্তুষ্ট হলে, ম্যাচ আয়োোজন করতে পারবে আইজল। ম্যানেজারকে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছে। রবিবার কলকাতায় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত িনয়েছে।
এই জরিমানার কথা জানার পরই পাল্টা চাপের খেলা শুরু করেছে আইজলও। মালিক রবার্টের ছোট্ট উক্তি, ‘আমাদের ফাইন করেছে ঠিক আছে, ফেডারেশনের থেকে আমরা যে ৫৭ লাখ টাকা পাই, ওই টাকা না পেলে কীভােব মেটাব ফাইনের টাকা।’ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল আইজল। সেই টাকার কিছু অংশ পায়নি তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan