নীল বণিক :
তৃণমূলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লড়ে যেতে অঙ্কের খাতা খুললেন অমিত শাহ। পশ্চিমবঙ্গে তাঁর দল সাংগঠনিক ভাবে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, লড়তে নামার আগে সে ব্যাপারে স্পষ্ট ধাপণা চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
রাজ্যের কত শতাংশ বুথে বিজেপি এজেন্ট বসাতে পারবে জানতে চেয়ে বিস্তারক কমিটির কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি যে সিরিয়াস তা বোঝাতে এ রাজ্যের বিস্তারক যোজনার কাজে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, পড়শি রাজ্যের দুজন মুখ্যমন্ত্রীকে হাজির করেছিলেন তিনি। এবার রিপোর্ট তলব। রাজ্য বিজেপি একটি রিপোর্ট তৈরি করেও ফেলেছে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের চল্লিশ শতাংশ বুথে এখনও পর্যন্ত পৌঁছতে পেরেছে বিস্তারক কমিটি। সময় আরও গড়ালে শতাংশের হিসেবটা পঞ্চাশ ছোঁবে বলে দিল্লিকে জানাচ্ছেন রাজ্য নেতারা। রিপোর্টে থাকছে জনসংযোগের কাজে শহরের চেয়ে গ্রামে সাফল্য আসছে বেশি। বর্ধমান ও নদিয়া ছাড়া বাকি জেলাগুলির গ্রামাঞ্চলে বিজেপির গ্রহনযোগ্যতা রয়েছে বলেই মনে করছেন রাজ্য নেতারা। সেই অনুযায়ী রিপোর্ট তৈরির কাজও এগোচ্ছে।
লাইক ও শেয়ার করুন