ওয়েব ডেস্ক:
মহাকাশ মানেই রহস্য! এ রহস্য সমাধানে কোনও গোয়েন্দাই যথেষ্ট নয়। গবেষকেরাই গোয়েন্দাগিরি করে হালে পানি পাচ্ছেন না! সবসময়ইই স্পাই দূরবিন থেকে চোখ সরাবারই উপায় নেই! হঠাৎ দুই গবেষক মহাকাশে সূর্যের যমজ ভাইয়ের অস্তিত্ব আবিষ্কার করেন! তাঁরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে-র গবেষক।
তাঁরা জানিয়েছেন, ৪৫০ কোটি বছর আগে জন্ম নেমেসিস-এর। হ্যাঁ, সূর্যের যমজ ভাইয়ের এমনই নাম। ২৫-২৬ কোটি বছর আগে ডাইনোসর অবলুপ্তির জন্য দায়ি সে-ই। নেমেসিস-ই ছিল পালের গোদা। হয়েছে কী, একদিন এক গ্রহাণুকে ছোট্ট একটা টোকা দিয়ে সরিয়ে দিল পৃথিবীর দিকে। গ্রহাণু টাল সামলাতে না পেরে ধাক্কা মারলো পৃথিবীকে। ব্যস, সারা পৃথিবী জুড়ে ভূমিকম্প, আগ্নেয়গিরি মুখ দিয়ে লাভার স্রোত আর উল্কাপাত! ডাইনোসরের দাপাদাপি বন্ধ। ভয়ের চোটে এপাশ ওপাশ পালাতে শুরু করল। পালিয়ে বাঁচবে কোথায়! মারা পড়ল নিরামিষ এবং মাংসাশী দু’প্রজাতির ডাইনোসরই। নিশ্চিহ্ন হল ডাইনোসরগোষ্ঠী।
কিন্তু সেই নেমেসিস এখন কোথায়! গবেষকেরা খুঁজে চলেছেন তাকে। সে কী দাদা সূর্যের তেজে হারিয়ে গেল! নাকি মহাকাশে লুকিয়ে রয়েছে কোথাও! এর উত্তর খুঁজে চলেছেন গবেষকেরা।
লাইক ও শেয়ার করুন