ওয়েব ডেস্ক :
২০১৭-র পুজোর আগে আর এক পুজো দেখবে শহর! পুজোর আগেই আগামী সেপ্টেম্বরে ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা আসছেন কলকাতায়। এখন থেকেই শহরের অনেক জায়গায় পোস্টারও দেখা যাচ্ছে। মারাদোনার এবার দ্বিতীয়বার আগমন হবে কলকাতায়।
ফুটবলের কিংবদন্তি মারাদোনা এবার খেলবেন দাদার দলের সঙ্গে। কলকাতার দাদা মানে একজনই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গেল, এখন থেকেই নাকি মারাদোনা দাদার সঙ্গে দেখা করা এবং খেলার জন্য মুখিয়ে রয়েছেন! সেপ্টেম্বরের বৃষ্টি যদি শহরকে না-ভাসায় তাহলে মানুষই ভাসিয়ে দেবেন শহরকে। কথায় আছে না, একা রামে (পড়ুন মারাদোনা) রক্ষে নেই, সুগ্রীব (পড়ুন সৌরভ) দোসর!