নীল বণিক :
ভারত-পাক ক্রিকেট ম্যাচ থাকলেই সকাল থেকেই খেলা শেষ না হওয়া অবধি উত্তেজনার শেষ নেই। সঙ্গে চলে দু’দেশের মধ্যে রাজনৈতিক তরজা।
অন্যদিকে আজ ভারত-পাক ক্রিকেট নিয়ে সওয়াল করলেন পাকিস্তানের অর্থনীতিবিদ এস কে আকবর জাঈদি। তাঁর মতে দুই দেশের ক্রিকেট শুধু খেলা নয়। এরসঙ্গে জড়িত দুই দেশের অর্থনীতিও। তাই অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যেতেই নিরপেক্ষ মাঠে ক্রিকেট চালু করার কথা বলেন এই পাক অর্থনীতিবিদ। পাকিস্তান সরকারের এবিষয়ে যেমন কোনও ছুৎমার্গ থাকলে চলবে না, তেমনি ভারতেরও।
দুই দেশের ক্রিকেট চালু করার ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোনও রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে মন্তব্য করেন পাক এই অর্থনীতিবিদ! দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে খেলা এবং সংস্কৃতিকে সামনে রেখে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন এস কে আকবর জাঈদি।