চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
চলে গেলেন বিশিষ্ট প্রানী বিজ্ঞানী তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রাণিসম্পদ দপ্তরের রাজ্য অধিকর্তা ড: জহরলাল চক্রবর্তী। গত ৮ই মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। ড: জহরলাল চক্রবর্তী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ।
ওয়েস্ট বেঙ্গল ভেটিনারী কাউন্সিলের রাজ্য সভাপতি পদেও ছিলেন তিনি। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তার।

হুগলি জেলার আরামবাগের ভূমিপুত্র ড: জহরলাল চক্রবর্তী, বর্তমানে তিনি উত্তর কলকাতায় বসবাস করতেন। প্রাণী বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে তার খ্যাতি বিশ্বজনীন। আন্তর্জাতিক স্তরে বিস্তার লাভ করেছিল তার গবেষণা। প্রানী প্রজননের ক্ষেত্রে তার কৃতিত্ব পশ্চিমবঙ্গকে, বিশ্বের প্রথম সারিতে পৌঁছে দিয়েছিলেন।
প্রাণী প্রজননের ক্ষেত্রে তার নানা গবেষণা সবার মুখে মুখে। রাজ্যের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কমিটিতে যোগ্যতার সঙ্গে কাজ করেছেন এই প্রানীবিজ্ঞানীতে দিশা দেখিয়েছেন বিজ্ঞান গবেষণায়। নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছিলেন আইকন। একদিকে গবেষণা, অন্যদিকে প্রশাসন পরিচালনা উভয় ক্ষেত্রেই তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল।
আন্তর্জাতিক স্তরে নতুন প্রজন্মকে তিনি বিজ্ঞান বিষয়ক গবেষণায় দিশা দেখিয়েছেন। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন গবেষণা পত্রে তার নাম নথিভুক্ত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়াকে মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news