নীল বণিক
সবং কেন্দ্রে বড় ব্যবধানে জয়। তারপরেও শাসক দলে অশান্তির ছায়া! কারণ সেই মুকুল রায়।
বিষয়টি খুলে বলা দরকার।
সবং এক নম্বর ব্লকে গেরুয়া শিবির ভালো ফল করেছে। এই ব্লকে বেশির ভাগ বুথে বিজেপি লিড করেছে কিংবা দ্বিতীয় স্থান দখল করেছে। তারপরেই তৃণমূলের আভ্যন্তরীণ রক্তক্ষরণ সামনে এসে পড়েছে। মানস ভূঞ্যা দলকে একটি রিপোর্ট দিয়েছেন বলে খবর। তিনি জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতা অমূল্য মাইতির গোষ্ঠীর ভোট তৃণমূলে আসেনি। অমূল্য মাইতি অবশ্য এক সময়ে তৃণমূলে মুকুল ঘনিষ্ঠ ছিলেন। তাই সবংয়ের ভোটে তিনি মুকুলের প্রভাব ছেড়ে বের হতে পারেননি বলে মনে করছে মানস ভূঞ্যা গোষ্ঠী। তাদের এই মনোভাব প্রকাশ্যে আসতেই সবং জুড়ে চলছে কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি। অমূল্য মাইতি অবশ্য পরিস্কার জানিয়েছেন, নতুনদের কথার উত্তর তিনি দেবেন না। তৃণমূলে নতুন বলতে যে তিনি মানস ও তাঁর অনুগামীদের বুঝিয়েছেন তা স্পষ্ট। আদি-নব্যের এই দ্বন্দ্বে মুচকি হাসছেন মুকুল অনুগামীরা। তাদের বক্তব্য, ‘দাদা সবংয়ে এসে যা করার করে গেছে। এখন আমাদের ভবিষ্যতের দিকে নজর রাখতে হবে।’
নিকট ভবিষ্যতে আরও দুটি উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে এই ধরণের আভ্যন্তরীণ রক্তক্ষরণ তৃণমূলকে কোথায় নিয়ে যাবে নাকি তৃণমূল নেতৃত্ব রক্ত বন্ধ করার সঠিক ওষুধ দিয়ে অবস্থা সামলে নেবে! এখন সেই দিকেই তাকিয়ে শাসক বিরোধী সব পক্ষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan