ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গলে আসছেন প্লাজার দেশ অর্থাৎ ত্রিনিদাদ টোবগোর ডিফেন্ডার জিওন মিচেল। ২৯ বছর বয়সি রক্ষণভাগের এই ফুটবলারের দক্ষিণ কোরিয়ায় ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। আর্জেন্টিনা-সহ বহু দেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে মিচেলের। লালহলুদ তার রক্ষণভাগ শক্তপোক্ত করে নিল। প্লাজাও তার দেশের একজন সতীর্থও পেলেন।