ওয়েব ডেস্ক:
যুব বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশের সঙ্গেসঙ্গেই হিট। সকলেরই ভাল লেগেছে। ভাল লাগারই কথা অমিতাভ ভট্টাচার্যের লেখায় চমৎকার সুর প্রীতম। তেমনই অপূর্ব গেয়েছেন বাবুল সুপ্রিয়। মুম্বইতে বিশ্বকাপ ড্র-এর দিনে মঞ্চে থিম সংটি গেয়ে মাতিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন সুরকার প্রীতমও।