ওয়েব ডেস্ক:
দীপিকা পাড়ুকোন সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’র জন্য যে-পারিশ্রমিক হাঁকিয়েছেন তাতে সকলেরই চক্ষুচড়ক গাছ। মাধুরী দীক্ষিত, শ্রীদেবীরা তো কল্পনাও করতে পারেননি! মুম্বই টিনসেল টাউনের প্রযোজক, পরিচালক, পরিবেশক— সব মহলেরই চোখ ট্যারা হয়ে গেছে! ‘পদ্মাবতী’ ছবির নামভূমিকায় সঞ্জয় নির্বাচন করলেন দীপিকাকে। পারিশ্রমিকের কথা দীপিকা নাকি বলেন, আমাকে ১৫ কোটি টাকা দিতে হবে। শেষমেশ নাকি দীপিকা ১২ কোটি ৬২ লক্ষ টাকা নিচ্ছেন। জানা গেল, সারা বিশ্বের ছবির দুনিয়ায় সর্বচ্চো পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় দীপিকা রয়েছেন ১০ নম্বরে।
পদ্মাবতী দীপিকা, আলাউদ্দিন খিলজি রণবীর সিং আর পদ্মাবতীর স্বামী রতন সিং হলেন শাহিদ কাপূর। এখন জোর কদমে শুটিং করছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। শুটিং জোনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনওভাবে ‘পদ্মাবতী’র ছবি যাতে না বাইরে যায় তার জন্য কড়া নজর রাখছে নিরাপত্তারক্ষীরা। স্মার্ট ফোন দূরের কথা কোনও ক্যামেরা ফোনই নিয়ে যাওয়ার অনুমতি নেই শুটিং জোনে। এমনকী দীপিকা, রণবীর, শাহিদের মেক-আপও যাতে বাইরের কেউ দেখে না ফেলে তার জন্য শুটিং হয়ে গেলেই কিংবা শটে ডাক পড়লে ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়া-আসা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news