মধুমন্তী :
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘পোস্ত’ তৈরি হচ্ছে হিন্দিতে। শোনা যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র করবেন নাকি অমিতাভ বচ্চন। মুম্বই সূত্রে জানা গেছে, এই চরিত্র খুব পছন্দেরও বিগ বি-র।
এ প্রসঙ্গে শিবপ্রসাদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পোস্ত’ হিন্দিতে হচ্ছে তা নিশ্চিত। তবে বিগ বি অভিনয় করতে রাজি হবেন কিনা সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি সময়সাপেক্ষ।” তবে অন্য একটি সূত্র থেকে জানা গেল, বিগ বি অভিনয় করছেনই ‘পোস্ত’-তে।