নীল বণিক :
অবশেষে বসিরহাটের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা আটকাতে না পারার ব্যর্থতার দায় নিল রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক। গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সঠিক ভাবে সামলাতে না পারার জন্য একাধিক পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরানো হল। অপেক্ষাকৃত কম গুরূত্বপূর্ণ পদে তাঁকে বদলি করা হয়েছ। ভাস্কর মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে ডিসি জোন টু এয়ারপোর্ট ডিভিশনে। তাঁর জায়গাতে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার করা হয়েছে এসি সুধাকরনকে। আগে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টারের পদে ছিলেন।
সেইসঙ্গে বদলি করা হয়েছে আইজি সাউথ বেঙ্গল অজয় মুকুন্দ রানাডেকেও। তাঁকে বদলি করা হয়েছে আইজি সিআইডি ওয়ান পদে। তাঁর জায়গাতে আইজি সাউথ বেঙ্গল পদে নিয়োগ করা হল সঞ্জয় সিং-কে। এমনকী বদলির কোপে পরেছেন নিচু তলার অফিসাররাও। সরানো হয়েছে বসিরহাট থানার আই সি নাসিম আখতারকে। এই মুহুর্তে বসিরহাট থানার আই সি পদে রয়েছে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন