ওয়েব ডেস্ক:
দেড় কোটি টাকায় এটিকে-তে যাচ্ছেন তারকা গোলকিপার দেবজিৎ মজুমদার। ওদিকে বাগানের মিডফিল্ডার প্রবীর দাসকে নিয়ে চলছে দড়ি টানাটানি। ইস্টবেঙ্গলের চেয়ে বেশি টাকার অফার দিয়েছে বাগান কর্তারা। আবার এটিকেও চাইছে প্রবীরকে। অফার ভাল হলে তাহলে প্রবীর আইএসএল খেলবেন।
ইস্টবেঙ্গলের কোচ খালিদ জামিল আইজলের আশুতোষ মেহতা আর জয়েশ রানের সঙ্গে কথা চালাচ্ছেন। অফার ভাল হলে লালহলুদে খেলাতে দেখা যাবে দুই তারকা ফুটবলারকে। শোনা যাচ্ছে, মোহনবাগানও আশুতোষ্কে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। দলবদল নিয়ে ময়দানের দুই প্রধানের লড়াই জমে গেছে।