Breaking News
Home / TRENDING / বাদুড়িয়া নিয়েও রাজনীতি মুখ্যমন্ত্রীর! সংশয় সব মহলে

বাদুড়িয়া নিয়েও রাজনীতি মুখ্যমন্ত্রীর! সংশয় সব মহলে

 

দেবক বন্দ্যোপাধ্যায় :

বাদুড়িয়া নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে আনেন। শুধু তাই নয় ফেসবুকের বিতর্কিত পোস্টটিকে কোনও ব্যাক্তি বিশেষের কাজ বলে দেখতে বা দেখাতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী বহুবচন ব্যবহার করেছেন। তাঁর পুরো বক্তব্য শুনে অনেকেরই মনে হয়েছে এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। অন্তত জনমানসে তিনি এই ধারণাটাই ছড়িয়ে দিতে চাইছেন। তাঁর ইঙ্গিত যে হিন্দুত্ববাদী শক্তি বা বিজেপির দিকে, এটা অনুমান করতে অসুবিধা হয় না।
রাজ্যরাজনীতির কুশীলবরা বলছেন, মমতা যা ভাবছেন তা হয়ত ঠিক কিন্তু সেকথা বলার সময় এটা নয়।
মমতা বলেছেন, যে ছেলেটি ফেসবুক পোস্ট করেছে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর প্রশ্ম, তাহলে কিসের গণ্ডগোল? ঠিক এইখানেই আর একটি প্রশ্ন উঠে আসছে। গণ্ডগোল যারা করছে তাদের এখনও গ্রেফতার করা হল না? ভাঙচুর করে, বাড়িতে অগ্নি সংযোগ করে ( এমনটাই অভিযোগ) কিছু লোক এখনও কিভাবে গারদের বাইরে রয়েছে তা অনেকেরই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটি বিশেষ সম্প্রদায়ের জন্য তাঁকে অপমানিত হতে হয়েছে। মানে কী! মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে অনেকে এভাবেই অবাক হয়েছেন। কেন তিনি রাজ্যপালকে ফোন করার অবকাশ দিলেন? কেন তাঁর পুলিল হামলাকারীদের গ্রেফতার করল না? মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের জন্য আমায় অপমানিত হতে হয়েছে। এখানে ‘আপনারা’ বলতে কাদের বুঝিয়েছেন মমতা? নিশ্চয়ই হামলাকারীদের। একটি স্কুল পড়ুয়া ছেলে যে ফেসবুকে কুরুচিকর পোস্ট করেছে, তাঁকে গ্রেফতার করতে পুলিশের সময় লাগল না। লাগার কথাও নয়। কিন্তু কয়েকজন প্রাপ্তবয়স্ক, উন্মত্ত হামলাবাজ, অগ্নি সংযোগকারীকে প্রতিহত করতে পারল না প্রশাসন? রাজ্যপালের দফতর থেকে ফোন যাবে, তারপর মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করবেন, তারপর সাংবাদিক বৈঠক করে তাঁর অপমানের কথা জানাবেন আর ততক্ষণ হামলা চলতে থাকবে! মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিস্মিত রাজনৈতিক মহলের সিংহভাগ।
তাঁদের বক্তব্য মমতা তো সবার মুখ্যমন্ত্রী তাহলে বিশেষ ‘কম্যুনিটি’কে, আইন হাতে তুলে নেওয়া সত্বেও এখনও কেন গ্রেফতার না করে কেন ‘অপমানিত’ হবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলেছেন চার পাঁচজন হলে নিয়ন্ত্রণ করা যায়। জনতাকে নিয়ন্ত্রন করা কঠিন। যুক্তিযুক্ত কথা। তবু প্রশ্ন উঠছে, ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ কেন সময় থাকতে এলাকার দখল নিল না?
এমন নানাবিধ প্রশ্ন নিয়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কাটাছেঁড়া।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *