ঈষাণিকা ভোরাই:
দীর্ঘ ৩৪ বছরের বাম রাজত্বের পরাজয় ঘটেছিল তার হাত ধরেই। শুধু ২০১১ তে এ রাজ্যে ক্ষমতায় আসাই নয়, ২০১৬ তেও তার হাত ধরেই দ্বিতীয়বারের জন্য এ রাজ্যে বিজয় কেতন উড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১১ হোক বা ২০১৬, অথবা ২০১৪ সালের লোকসভা নির্বাচন। এই প্রতিটি নির্বাচনেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ পরিচালনায় নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল পুরো রাজ্য। সেই নিরাপত্তার দায়িত্বে ছিল মূলত কেন্দ্রীয় বাহিনী এবং এই তিনটি নির্বাচনে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস। তখন কিন্তু তৃনমূলনেত্রী এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে টু শব্দটিও করেননি। কিন্তু ত্রিপুরা নির্বাচন নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন মমতা ? মমতার মতে, “কোনও দিন যেটা হয়নি; কেন্দ্রীয় বাহিনীকে পুরোটাই রাজনৈতিক করে দেওয়া হয়েছে”। তৃণমূল নেত্রী কি ইঙ্গিত করতে চাইলেন যে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট লুট করে ত্রিপুরায় ক্ষমতায় এসেছে বিজেপি ? এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কিন্তু কালিমালিপ্ত হবে কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা। তবে তার আগে কালিমালিপ্ত হবে ২০১১ সালে এ রাজ্যে বামেদের হটিয়ে তৃণমূলের বিপুল জয়। এমন অভিযোগ বিজেপি সহ বামেদেরও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news