নীল বণিক :
মানুষের দুর্দশার কথা ভেবে বনধে কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা গুরুঙ্গের। সূত্রের খবর আগামী কাল পাহাড়ে ডাকা সর্বদলীয় বৈঠকে মোর্চা সুর্প্রীমো বিমল গুরূং বনধের আওতা থেকে ব্যাঙ্ক গুলিকে ছাড় দিতে সর্বদলীয় বৈঠকে প্রস্তাব দিতে পারেন গুরুং। সাথে এটিএম পরিষেবা স্বাভাবিক রাখতেও বৈঠকে পাহাড়ের রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান জানাতে চলেছেন গুরূং। সর্বদলীয় বৈঠকের আগে মোর্চা নেতারা সোমবার নিজেদের মধ্যে আলোচনায় বসে। সেখানে পাহাড়ের মানুষের দূর্দশা নিয়েও আলোচনা হয। সূত্রের খবর বনধের জেরে পাহাড়ের মানুষের খাদ্য সংগ্রহ করতে যে অসুবিধে হচ্ছে তাও কার্যত স্বীকার করে নেন মোর্চা নেতারা। সর্বদলীয় বৈঠকে মোর্চার রনকৌলন কি হবে তা নিয়েই মূলত আলোচনা হয। তবে পাহাড়ে জিএনএলএফের উত্থান নিয়ে ও আলোচনা করেন মোর্চার নেতারা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন