ঈষাণিকা ভোরাই
সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতার একটা বড় অংশ জুড়ে ডায়েরিয়া নিয়ে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। প্রথমে অস্বীকার করলেও পরে পানীয় জলকেই এর জন্য দায়ী করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে পুরসভার নলবাহিত পানীয় জল নয়, মেয়রের ইঙ্গিত ছিল বোতলবন্দি জলের দিকেই। এবার সেই বোতলবন্দি জলের দিকেই কড়া নজর দিতে চলেছে রাজ্য সরকার।
রাজ্যজুড়ে একের পর এক গজিয়ে উঠেছে বোতলবন্দি পানীয় জলের কারখানা।
বহু ক্ষেত্রেই মানা হচ্ছে না নিয়মাবলী, বজায় থাকছে না গুণমান। ফলে অনেক ক্ষেত্রেই খারাপ জল বিক্রির অভিযোগ উঠে আসছে। তাই এবার কড়া সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। শুধু আইএসআই মার্ক থাকলেই হবে না, এবার থেকে জলের বোতলের গায়ে থাকতে হবে ক্রেতা সুরক্ষা দফতরের লিগ্যাল মেট্রোলজি স্ট্যাম্প।তাহলেই মিলবে বিক্রির ছাড়পত্র। ক্রেতা সুরক্ষা দফতরের বিশেষ স্ট্যাম্প না থাকলে বন্ধ করে দেওয়া হবে সেই জলের কারখানা।
জেলায় জেলায় গজিয়ে ওঠা ভেজাল বেআইনি জলের কারখানা বন্ধ করতেই এই উদ্যোগ নিল রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। নজরদারিতে জেলায় জেলায় তৈরী হয়েছে টাস্ক ফোর্স। মঙ্গলবার, বিধানসভায় জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan